১৫ লাখ টাকা ছিনতাই !

madaripur shibchor মাদারীপুর শিবচররিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাদারীপুরঃ জেলা শহরের দরখাখোলা পৌর এলাকায় রোববার দুপুরে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বত্তরা। এসময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে দুই জন গুরুতর আহত হন। আহতরা হলেন, বিকাশ সেলস এজেন্টের বিক্রয় কর্মী মো.হুমায়ুন ও বাবু।

বিকাশের সেলস এজেন্ট পরিচালক মো.শহিদুল ইসলামবলেন, ‘রোববার আমাদের দুই কর্মী একুশ লাখ টাকা নিয়ে মার্কেটে যাচ্ছিলো। এ সময় পুর্ব থেকে কবরস্থান এলাকায় ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তাদের কুপিয়ে আহত করে ১৫লাখ টাকা নিয়ে যায়। আহত কর্মীদের চিৎকার শুনে স্থানীরা ঘটনাস্থল থেকে হাতে নাতে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মাদারীপুর সদর থানার ওসি মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজনকে আটক করা হয়েছে, বাকিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ