রিয়াল হারালো বায়ার্নকে

Real Madridস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ জয় তাদের ফাইনালে এক পা এগিয়ে রাখলো।

খেলার ১৯ মিনিটে করিম বেনজেমার গোলই শেষ অবধি বার্নাব্যুর এই ম্যাচের গতি-প্রকৃতি ঠিক করে দিয়েছে।

খেলার প্রথম ১৫ মিনিট রিয়ালের ওপর চাপ সৃষ্টি করা বায়ার্ন ১৯ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়েই আসলে চাপে পড়ে গিয়েছিল। যে চাপ থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি তারা।

ডাগ আউটের সামনে দাঁড়ানো বায়ার্ন কোচ পেপ গার্দিওলার হতাশা মাখা মুখখানিই আসলে বলে দিয়েছে সবকিছু। বল পজিশনে পুরো এগিয়ে থেকেও গোলের সুযোগ সৃষ্টি করতে না পারার খেসারত বায়ার্ন দিয়েছে বেশ ভালোভাবেই। পুরো খেলাতে রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে হাতে গোনা কয়েকবার। ফ্রাঙ্ক রিবেরির নিস্প্রভতা আর আরিয়েন রোবেনের এলোমেলো ফুটবল জার্মান জায়ান্টদের ভুগিয়েছে ম্যাচের পুরোটা সময়। গোলের সুযোগ সৃষ্টি করতে না পারলে এই ধরনের ম্যাচে আর যা-ই হোক জিতে বেরিয়ে আসা যায় না।

রিয়ালের প্রাণ ভ্রমর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সংশয় ছিল। কিন্তু এই ম্যাচে তাঁকে আর না নামিয়ে পারেন নি কার্লো আনচেলত্তি। তবে রোনালদো যে শতভাগ ফিট ছিলেন না, সেটা তাঁর খেলা দেখেই বোঝা গেছে যদিও বেনজেমার গোলটির পেছনে রোনালদোর রয়েছে বিরাট ভূমিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ