রানার ফাঁশির দাবিতে সাভার ফের উত্তাল

savar worker সাভার শ্রমিকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সাভারঃ ‘রানার ফাঁসি চাই, ফাঁসি ছাড়া অন্য কোনো বিচার মানবো না, মানবো না’- স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে সাভারের রানা প্লাজার আশপাশের এলাকা। ক্ষতিপূরণ আর রানা প্লাজার মালিক রানার বিচারের দাবিতে সেখানো জড়ো হয়েছে হাজারও মানুষ।

রানা প্লাজা ট্র্যাজেডির একবছর পার হয়েছে। কিন্তু আজও থামেনি নিহত শ্রমিকের স্বজনদের বেদনাতুর আহাজারি। শাস্তি নিশ্চিত হয়নি দোষীদের। ক্ষতিপূরণ পায়নি আহত-নিহতদের স্বজনেরা।

বৃহস্পতিবার সকাল থেকে রানা প্লাজায় নিহতদের স্মৃতি বেদিতে পুষ্পস্তবক অর্পন করেছেন বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। কর্সূচিতে অংশ নিয়েছেন নিহতদের স্বজনরাও।

নিহতদের স্মৃতি বেদিতে পুষ্পস্তবক অর্পন করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন, স্বেচ্ছাসেবি সংগঠন অহন, বাংলাদেশ  গার্মেন্টস ও ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন স্তরের শ্রমিক সংগঠন গুলো।

এসময়  বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সাভারের হাইওয়েতে রানা প্লাজায় ট্র্যাজেডিতে দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা জুনায়েদ সাকি রানার ফাঁসির দাবি জানান। কারও কারও অভিযোগ- কর্তৃপক্ষ আজও দিতে পারেনি অনেক নিখোঁজ শ্রমিকের সন্ধান।

রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন ১ হাজার ১৩৫ জন পোশাক শ্রমিক৷ গুরুতর আহত হয় এক হাজারেরও বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ