রেকর্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভে

bangladesh bank বাংলাদেশ ব্যাংকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত ২০ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর ১০ এপ্রিল রিজার্ভ ছিল ১৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি দায় মেটানো সম্ভব। সার্কভুক্ত দেশগুলোর মাঝে বর্তমানে রিজার্ভের পরিমাণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মাত্র তিন মাসের ব্যবধানে ১ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ বেড়েছে। গত সাড়ে চার বছরে রিজার্ভ বৃদ্ধির পরিমাণ ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, দেশের সামগ্রিক অর্থনীতির বিবেচনায় বর্তমান মজুদ স্বস্তিদায়ক হলেও এ মজুদ আরও বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৈদেশিক মুদ্রার যথেষ্ট মজুদ একদিকে যেমন দেশের উন্নততর সার্বভৌম রেটিং প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করে সরকারি-বেসরকারি পর্যায়ে অপেক্ষাকৃত কম সুদে ঋণ গ্রহণ করতে পারে। অন্যদিকে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ আকর্ষণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। রিজার্ভ বৃদ্ধির কারণে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা পূর্বের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ