ডিগ্রী কলেজে ছাত্রলীগের ভাঙচুর

Meherpur মেহেরপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী ডিগ্রী কলেজের অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একদল নেতাকর্মী ভাঙচুর চালায়।

গাংনী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, ‘সকালে ছাত্রলীগের কয়েকজন কলেজে আসে। ডিগ্রী পরীক্ষার্থী ছাত্রলীগের এক কর্মীকে পাস করিয়ে দিতে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের কাছে দাবি জানায় তারা। শিক্ষকরা অপারগতা প্রকাশ করায় ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী কলেজের প্রশাসনিক ভবনের নিচ তলায় প্রবেশ করে ভাঙচুর চালায়। অফিসের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি কাগজপত্র তছনছ করে মিছিল সহকারে স্থান ত্যাগ করে।’

গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু বলেন, ‘সকালে ছাত্রলীগের কয়েকজন কলেজে গেলে অধ্যক্ষ তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।’

ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন তিনি।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল কলেজ ক্যাম্পাসে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান গাংনী থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ