দুদক জাপা মহাসচিবের দুর্নীতি অনুসন্ধান করবে

ruhul amin রুহুল আমিনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদারের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুন বাগিচার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, রুহুল আমিনের নির্বাচনের হলফনামায় সম্পত্তি হিসাবে গড়মিল ছিলো। পটুয়াখালির কুয়াকাটায় তার প্রতিষ্ঠান আরকে ফ্যাশনের নামে একরের পর একর জমি, পানি উন্নয়ন বোর্ড এর কোটি কোটি টাকার জমি দখল রাখা হয়েছে।

এছাড়া তার হোটেলের নামেও কোটি কোটি টাকার সম্পদ দখল করে রাখা হয়েছে বলে জানা গেছে। হলফনামায় তার হোটেলের বিপরীতে ৭ কোটি টাকা ঋণের কথাও উল্লেখ করা হয়েছে। এসব বিষয় অনুসন্ধান করা হবে বলে দুদক জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ