যুবককে গুলি করে হত্যা

kill হত্যাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর কলাবাগান থানা এলাকায় সোমবার দিবাগত রাতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সাদদীন হোসেন ওরফে সানি (২৫)।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতাল থেকে সাদদীনের লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, কলাবাগানের গ্রিন রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সাদদীন। গতকাল ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। ল্যাবএইড হাসপাতালের পেছনে চায়ের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কারে কয়েকজন যুবক এসে তাকে গুলি করে চলে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদদীনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ