প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ১

Yaba ইয়াবারিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে সোমবার দুপুরে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে অটোরিকশাটিও। আটক ফয়েজ উদ্দিন (২২) কক্সবাজার সদর উপজেলার পিএম খালী এলাকার সামছুল আলমের ছেলে।

বিজিবির ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গোপন সংবাদ পেয়ে মরিচ্যা যৌথ চেক পোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯ হাজার আটশ ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ ফয়েজকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার পর আটক ফয়েজকে রামু থানায়  হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ