সান্ধ্যকালীন আদালত চলবে না এদেশে: খন্দকার মাহবুব

khondokar mahbub hosen খন্দকার মাহবুব হোসেনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মামলার জট কমানোর জন্য সান্ধ্যকালীন আদালত চালুর সরকারের সুপারিশের বিরোধীতা করে বিএনপি চেয়ারপারসনের্ উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তা এদেশে চলবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ৩১ মার্চ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সান্ধ্যকালীন আদালত চালুর সুপারিশ করে।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব বলেন, ৪৫ জ্যেষ্ঠ বিচারপতিকে বিচারকাজে কনডেম (অকার্যকর) করে রাখা হয়েছে। তাদের মোশন (মামলা গ্রহণ ও পরিচালনা করার) ক্ষমতা নেই। এই বিচারপতির অনেকে অলস সময় কাটাচ্ছেন।

তিনি বলেন, ২৬ লাখের মতো মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এগুলো নিষ্পত্তিতে সরকারের চমকপদ প্রস্তাবে সান্ধ্যকালীন আদালত চলবে না। বাংলাদেশে এটা হবে না। দক্ষ বিচারপতি নিয়োগ করে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকে না। দলীয়ভাবে কোনো বিচারক নিয়োগ দেওয়া চলবে না।

খন্দকার মাহবুব বলেন, সারাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে অজ্ঞাতনামা আসামি করে গ্রেপ্তার বাণিজ্য চলছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে, রাজনৈতিক হয়রানির মামলায় আগাম জামিন দেওয়া যাবে না। আমরা বলছি, এ অরাজক পরিস্থিতি বন্ধ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিতে হবে।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ সালের নির্বাচনে নতুন কমিটির সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ