ঢামেক কয়েদীর মৃত্যু

DMC ঢাকা মেডিক্যাল কলেজরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে জয়নাল আবেদীন ওরফে মোক্তার জয়নাল (৭০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে।

তার কয়েদী নম্বর ৬১৫০/এ। তিনি হার্ট, ডায়বেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন যাবত আক্রান্ত ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকালে জয়নাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২০১৩ সালের ১২ জুন মুন্সীগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনাল একটি হত্যা মামলায় জয়নালকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

মৃত জয়নাল দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক ছিলেন। সে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর খামারগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় চকবাজার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ