ফেসবুকে নগ্ন ছবি পোস্ট করায় তরুণী খুন

Facebook Friend Murderআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফেসবুকে নগ্ন ছবি পোস্ট করে জীবন দিতে হলো এক তরুণীকে। ১৬ বছরের এক তরুণী ফেসবুকে ঝগড়া হওয়ায় তার বান্ধবীকে ক্রমাগত ৬৫ বার ছুরির আঘাতে খুন করল।

বান্ধবীকে খুন করার পর এরান্ডি এলিজাবেথ নামের মেক্সিকোর সেই তরুণী বলেছে, তার ও তার এক বান্ধবীর নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে দেয় বন্ধবী অ্যানেল। এতে তার খুব রাগ হয়। এ জন্য প্রথমে অ্যানেলকে ফোন করে এরান্ডি।

ফোন ধরে তাকে বকাঝকা করে। পুলিশ জানিয়েছে, ফোনে অ্যানেলকে রাগ কমাতে তার বাড়িতে ডাকে এরান্ডি। বাড়ি গেলে বান্ধবীকে ৬৫ বার ছুরি দিয়ে আঘাত করে এরান্ডি। খুনের পর প্রমাণ লোপাটেরর জন্য নিজের জামায় লেগে থাকা রক্তের দাগ ধুয়ে ফেলে সে।

এরপর নিজের হাতে খুন করা বান্ধবী অ্যানেলের শেষকৃত্যানুষ্ঠানেও যোগ দেয় সে। পুলিশের আগে থেকেই সন্দেহ ছিল। শেষকৃত্যানুষ্ঠান থেকেই সরাসরি থানায় নিয়ে যাওয়া হয় এরান্ডি এলিজাবেথকে।

জেরার মুখে ভেঙে পড়ে সেখানেই বান্ধবীকে খুনের কতা স্বীকার করে নেয় এরান্ডি। বলে, ও যা কাজ করেছে তাতে ওকে ৬৫ বার আঘাত নয় আরও ১০০ বার আঘাত করলে মনের রাগ মিটত। এখন হাজতবাস করছে এরান্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ