রাঙামাটিতে পুনঃনির্বাচনের দাবি আ.লীগের

bangladesh Aoamilegue BAL বাংলাদেশ আওয়ামীলীগরিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে পুনরায় নির্বাচন ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ে এসে সমাবেশে করে।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, ভাইস চেয়ারম্যান প্রার্থী সদানন্দ চাকমা, যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন।

সমাবেশে বক্তারা বলেন- জেএসএস কর্মীরা অবৈধ অস্ত্রের মাধ্যমে সাধারণ ভোটারদের জিম্মি করে ভোট আদায় করেছে। তাদের সশস্ত্র ক্যাডাররা অস্ত্রের মাধ্যমে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে পুনরায় সদর উপজেলায় নির্বাচনের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ