আবারো পর্দা কাঁপাতে আসছেন বিদ্যা-ইমরান জুটি

images

এবার বিদ্যা ডার্টি পিকচারের স্মিতা সিল্ক কিংবা কাহানি ছবির বিদ্যা বাগচির চরিত্র থেকে বেরিয়ে এসেছেন। ঘনচক্কর ‘ছবিতে’ রীতিমত তেলাপোকা শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিদ্যা বালান!

সম্প্রতি ইমরান হাশমির সঙ্গে  ‘ঘনচক্কর’ ছবির একটি দৃশ্যে বিদ্যাকে তেলাপোকা শিকারী হিসেবে দেখা গেছে। ছবিতে বিদ্যা তেলাপোকার দিকে তাক করে ছিলেন ইনসেক্ট কিলার স্প্রে!
ছবিটিতে বিদ্যা একজন পাঞ্জাবী গৃহিনীর চরিত্রে অভিনয় করেছেন। তার স্বামী হিসেবে অভিনয় করেছেন ইমরান। বিবাহিত জীবনের বিভিন্ন মজার ঘটনা নিয়ে তৈরি এই সিনেমাটির বেশ কিছু স্থিরচিত্র এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। ওইসব স্থিরচিত্রে বিদ্যার মজাদার কস্টিউম এরই মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি করেছে দর্শকদের মধ্যে। তবে ছবিটিতে তিনি সত্যিকার অর্থেই তেলাপোকা শিকারী কিনা তা এখনই বলা যাচ্ছে না!
ছবিটি পরিচালনা করেছেন রাজ কুমার গুপ্তা। আগামী ২৮ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর আগে বিদ্যা-ইমরানের অভিনীত ‘ডার্টি পিকচার’ ছবিটি বক্স অফিসে রীতিমত ঝড় বইয়ে দেয়। তাই ঘনচক্কর টিমও আশা করছে এই জুটি তাদের ছবিতেও শতভাগ সাফল্য ধরে রাখবে। সূত্র: ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ