সালমানের বিয়ে !

3109352

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিয়ে নিয়ে কম জল ঘোলা হলো না। ক্যারিয়ারের শুরুতে সংগীতা বিজলানী, সোমি আলি, শ্রীদেবী, তারপর একে একে সময়ের পথ বেয়ে ঐশ্বর্য ঘুরে এখন ক্যাটরিনায় থিতু হওয়া সালমান প্রেম করেছেন ঠিকই। কিন্তু বিয়ের নাম মুখে নেননি। তবে এবার নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাল্লু মিয়া। কিন্তু তা নিজ দেশে নয়। মরুদেশ দুবাইয়ে ঘটতে চলেছে সেটা চলতি মাসেই। বিয়ের পাত্রীও নাকি দুবাই’র মেয়ে।

সম্প্রতি দুবাই বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা কামাল হাসান খান ওরফে কে আরকে এক টুইটার বার্তায় সালমানের এই বিয়ের খবর প্রকাশ করেছেন। তবে কামালের একথা ঠিক কতটুকু সত্য তা অবশ্য জানা যায়নি। কিন্তু সালমান বা তার ঘনিষ্ঠ জনদের কাছ থেকেও এর বিপরীতে তেমন কোন প্রতিবাদ পাওয়া যায়নি। তাই বলিউড জুড়ে এখন গুঞ্জন চলছে, সত্যিই কি এবার দেশের তাবৎ তরুণীর মন ভেঙে বিদেশিনীর সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন সালমান। সূত্রঃ জি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ