বিদেশীদের একা চড়তে দেয়া হবে না এভারেস্টে

Avarest এভারেস্টআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদেশী পর্বতারোহীদের একা এভারেস্ট অভিযানে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নেপাল সরকার। অচিরেই হয়ত বিদেশী পর্বতারোহীরা আর মাউন্ট এভারেস্টের বুকে একলা অভিযান করতে পারবেন না।

সেক্ষেত্রে তাদের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে গেলে, স্থানীয় গাইড নিতে বাধ্য করা হবে। এমনটাই জানিয়েছেন নেপালের পর্বতারোহন সংস্থার সভাপতি।

তিনি আরও জানান, হিমালয়ের বুকে দুর্ঘটনা রুখতেই এধরণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে নেপাল সরকারের এই প্রস্তাবে বেজায় চটেছেন ভিন দেশের একক পর্বতারোহীরা। তাদের দাবি, এর ফলে এভারেস্ট অভিযানের চ্যালেঞ্জটা অনেকটাই ফিকে হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ