১৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড

teilor new zealand টেলর নিউজিল্যান্ডস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ৬ বলে মাত্র ৭ রানের প্রয়োজন মিটিয়ে যখন জয়ের আনন্দে ভাসার অপেক্ষা নিউজিল্যান্ডের, তখনই এসে ভোজবাজির মতো সব পাল্টে দেন ডেল স্টেইন। আর সেই স্টেইনের দক্ষিণ আফ্রিকাকেই নাড়িয়ে দিয়ে জয়ের তীর থেকে ফেরার দুঃখ আছে নেদারল্যান্ডসেরও। সেই দুই দল আজ চট্টগ্রামে মুখোমুখি। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে বোলিং নিয়েছিল নিউজিল্যান্ড। ছোট দল হলেও খুব বেশি খারাপ করেনি ডাচরাও। ৪ উইকেটে ২০ ওভার শেষে নেদারল্যান্ডস করেছে ১৫১ রান। সেমিফাইনালের রেসে টিকে থাকতে কিউইদের টার্গেট তাই ১৫২ রান।

নেদারল্যান্ডসের হয়ে বোরেন ৪৯, টম কুমার ৪০ ও সোয়ার্ত করেন ২৬ রান। ১টি করে উইকেট মিলস ও বুল্টের।

নিউজিল্যান্ড দলে আজ পরিবর্তন আছে দুটি। সাউদি ও মুনরোর জায়গায় ফিরেছেন বুল্ট ও নিশাম। শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বনিম্ন ৩৯ রানের লজ্জা ভুলে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের সুবাস পেতে থাকা সামনে বলে সতর্ক হয়েই খেলছে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ