৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

Smartphone & tab fair স্মার্টফোন ট্যাব মেলাসাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  আগামী ৩ এপ্রিল থেকে দ্বিতীয় বারের মতো বসছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো মেলা। এ মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ৮টি স্টলে প্রদর্শিত হবে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট। মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

মেলা আয়োজন করেছে মেলা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। প্রদর্শনীর পাশাপাশি অ্যাপ্লিকেশন জোনে পাঁচটি স্টলে অ্যাপ্লিকেশন নির্মাতারা তাদের অ্যাপ্লিকেশন প্রদর্শন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট গ্যাজেট পরীক্ষা করে দেখতে ও কিনতে পারবেন। থাকবে বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার। এছাড়া কিভাবে মোবাইল অ্যাপ ডেভেলপার হওয়া যায় সে বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ