ঝালকাঠিতে নির্বাচন কমিশনের সিলযুক্ত ব্যালট বাক্স উদ্ধার

Upozila nirbachon উপজেলা নির্বাচনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝালকাঠিঃ উপজেলা নির্বাচনের দু’দিন পর ঝালকাঠির গগন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষ থেকে নির্বাচন কমিশনের সিলযুক্ত ব্যালট বাক্স উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ব্যালট বাক্সটি উদ্ধার করেছেন।

ক্ষমতাশীন আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে যে ভোট ডাকাতি করেছে ব্যালট বাক্স উদ্ধার তারই প্রমান বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি।

গগন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন কুমার হালদার বলেন, ‘স্কুলের আয়া বকুল বেগম সকালে ঝাড়– দেওয়ার সময় ব্যালট বাক্সটি দেখতে পেয়ে আমাকে জানায়। গত রোববার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ ব্যালট বাক্সটি হয়তো ভুলে ফেলে গেছেন। তাই আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জানাই।’

উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও ব্যালট বাক্সটি উদ্ধার করে নিয়ে আসেন।

এ ব্যাপারে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরদার এনামুল হক এলিন বলেন, ‘ভোট গ্রহণের পূর্বে আমরা বারবার সংবাদ সম্মেলন করে ভোট কারচুপি ও ভোট ডাকাতির যে অভিযোগ করেছিলাম নির্বাচনের দু’দিন পর এ ব্যালট বাক্স পাওয়া তারই জলন্ত প্রমান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ