শাকিরা এবার আসছে ‘লা লা লা’ নিয়ে

Shakira শাকিরাবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বকাপে শাকিরার সেই ‘ওয়াকা ওয়াকা’ কথা মনে আছে তো! বিশ্বকাপ জ্বরে পুড়তে থাকা কলম্বীয় সংগীতশিল্পীর সুরের জাদুতে গোটা দুনিয়া তখন কাঁপছিলো। ছেলে-বুড়ো সবাই মাতোয়ারা! ওয়াকা ওয়াকার আবেদন এতটাই গভীর হলো যে বিশ্বকাপ শেষেও তার রেশ রয়ে গেল। এই গান ইউটিউবেই দেখেছিল ৫০ লাখেরও বেশি মানুষ।

এবারও বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আরেকটি গান বেঁধেছেন এই পপ তারকা। শাকিরার এই নতুন গানটির শিরোনাম ‘লা লা লা’। অবশ্য এটি ফিফার অফিশিয়াল কোনো গান নয়। সে না হোক, গানটি যেহেতু শাকিরার। ঝড় তুলতে নামটিই যে যথেষ্ট!

তবে এবার শাকিরা নয়, তিনজন জনপ্রিয় তারকা গাইছেন ব্রাজিল ফুটবল বিশ্বকাপের থিম সং। মার্কিন অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজের সহশিল্পী হিসেবে থাকছেন ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী ক্লদিয়া লেইতে। আর গানটির ফিচার করবেন জনপ্রিয় কিউবান-আমেরিকান র্যাপ সংগীতশিল্পী পিটবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ