ক্যাটওয়াকে এখনও নার্ভাস প্রিয়াঙ্কা

priyanka chopra catwalkবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র‌্যাম্পে ক্যাটওয়াকের অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি তো প্রাক্তন মিস ওয়ার্ল্ড। কাজেই অনেকবারই র‌্যাম্পে হাঁটতে হয়েছে তাকে। কিন্তু তা সত্ত্বেও এখনও ক্যাটওয়াক করতে হবে শুনলেই বুক দুরুদুরু করে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার।

তার কথায়, ‘র‌্যাম্পে হাঁটার কথা ভাবলেই এখনও আমার ভয় করে। আমি সবকিছুই করতে পারি, কিন্তু এই কাজটা নয়। আমি নার্ভাস হয়ে পড়ি। আমার মডেল বন্ধুরা তখন আমাকে সাহস জোগায়, টিপস দেয়। তারপরই আমি স্বাভাবিক থাকতে পারি।’

রোববার ল্যাকমি ফ্যাশন উইক সামার/রিসোর্ট ২০১৪-র পঞ্চম দিনে ডিজাইনার লীতা লুল্লার কালেকশন ক্যাটওয়াকে দেখালেন প্রিয়াঙ্কা। এই পোশাক পরে তিনি যে খুব স্বচ্ছন্দ ছিলেন তা জানাতে ভোলেননি তিনি। নীতার সঙ্গে প্রিয়াঙ্কার সমীকরণ দুর্দান্ত। প্রিয়ঙ্কা বলেছেন, ‘নীতার মতো ডিজাইনারের কালেকশনে র‌্যাম্প হাঁটার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’

প্রিয়াঙ্কার কাছে ফ্যাশন মানে এমন পোশাক যা আরামদায়ক। তার কথায়, ‘ফ্যাশন মানে স্বচ্ছন্দ বোধ করা ও একইসঙ্গে যা সুন্দর করে তোলে।তবে একজন মেয়ের সবচেয়ে বড় অলঙ্কার হচ্ছে তার আত্মবিশ্বাস, পোশাকের মাধ্যমে যা প্রতিফলিত হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ