ঢালিউডের ছবিতে অভিনয়ে বিদ্যা আগ্রহী

Vidya Balan বিদ্যা বালানবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের ছবিতে অভিনয়ে আগ্রহী বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান। ভালো প্রস্তাব পেলে বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চান বলে জানিয়েছেন বাঙালী এ অভিনেত্রী।

গত ১১ মার্চ নিউইয়র্কে আইফা অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের আমন্ত্রণে গিয়ে ঠিকানা পত্রিকাকে এ কথা জানান তিনি। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সমুদ্রপাড়ের নগরী ফ্লোরিডার টেম্পাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এ অনুষ্ঠানের এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিদ্যা। বাংলাদেশ প্রসঙ্গ তুলতেই তিনি বললেন, ‘আমি এখানো বাংলাদেশে যাইনি। তবে আমার সব বাংলাদেশি ভক্তকে ভালোবাসি।’

প্রস্তাব পেলে বাংলাদেশে যাবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবাই জানে অভিনয়ের প্রতি আমার লোভের কথা। ভালো প্রস্তাব পেলে অবশ্যই বাংলাদেশের বাংলা ছবিতে অভিনয় করবো। তবে প্রস্তাব পাওয়ার পর আমাকে দেখতে হবে ছবির চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ। সবকিছু পছন্দ হলে অবশ্যই বাংলাদেশে কাজ করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ