বিদ্যুতের বর্ধিত দাম জনগণকে দিতেই হবে: মুহিত

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদ্যুতের বর্ধিত দাম জনগণকে দিতেই হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ ক্ষেত্রে এতদিন ভর্তুকি দিয়ে আসছে। দাম বাড়ানোর ফলে ভর্তুকির পরিমাণ কমবে। তবে জনগণের কোনো ক্ষতি হবে না।’

বিশ্বের মধ্যে বাংলাদেশে বিদ্যুতের দাম সবচেয়ে সস্তা বলেও দাবি করেন মন্ত্রী।

বিদ্যুতের দাম বাড়ানোর ফলে গ্যাসের দাম বাড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিদ্যুতের সঙ্গে গ্যাসের কোনো সম্পর্ক নেই। তবে নতুন কোনো গ্যাসক্ষেত্র না পাওয়া গেলে গ্যাসের দাম বাড়বে।’

বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষি, সার কিছুতেই এর প্রভাব পড়বে না বলে জানান তিনি।

এর আগে মন্ত্রী জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ