নিখোঁজ বিমান যাত্রীদের ফোন বেজে ওঠার দাবি

Malaysia Biman মালয়েশিয়া বিমান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীদের পরিবারের সদস্যরা ফোন করেছেন স্বজনদের। অন্তত ১৯ জন দাবি করেছেন, তাদের মোবাইল ফোনে রিং হয়েছে। কিন্তু কেউ ফোন তুলেনি।

এদিকে, হারিয়ে যাওয়া বিমানের যাত্রীদের মোবাইল ফোনে রিং বাজছে স্বজনদের এমন দাবির পর চীনের রাষ্ট্রীয় টেলিভিশন নিখোঁজ যাত্রীদের একজন স্বজনকে টেলিভিশন স্টুডিওতে নিয়ে যায়। সেখান থেকে নিখোঁজ যাত্রীর নম্বরে ফোন করলে নম্বর সংযুক্ত হয় এবং রিং বেজে ওঠে। তবে কেউ ফোন ধরেননি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন এই দৃশ্য লাইভ সম্প্রচার করেছে।

বিয়ান লিয়াঙগুই নামের এক তরুণী বলেন, ১০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে তিনি তার ভাইকে মোবাইলে ফোন করার চেষ্টা করেন। ফোনটি সংযুক্ত হয় এবং টানা রিং বেজে যায়। দুপুর ২টায় আবার ফোন করেন এবং ফোনটি বাজতে শোনেন।

বিয়ান বলেন, ফোনে যেহেতু রিং হচ্ছে তাহলে পুলিশ নিশ্চয়ই গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করতে পারবে। তিনি নম্বরটি মালয়েশিয়ান এয়ালাইন্স এবং চীনের পুলিশকে দিয়েছেন।

অন্যদিকে, বেইজিং-এ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র দাবি করেছেন, তিনি নিজে ওই নম্বরে কয়েকবার ফোন করেছেন। কিন্তু ফোন বাজেনি। চীনের মিডিয়া খবর দিয়েছে, সিঙ্গাপুরভিত্তিক একটি ফোন কোম্পানি নম্বরটি নিয়ে অনুসন্ধান করছে। তারা জানিয়েছে, ফোনটি আউট অব ক্রেডিট। নিখোঁজ যাত্রীদের স্বজনরা দাবি করেছেন, এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি ফোন নম্বর নিয়ে কথা বলছেন। কিন্তু তারা অন্তত ১৯টি ফোন নম্বর তাদের দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ