স্যামুয়েলসের নৈপুণ্যে উইন্ডিজের জয়

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২৭ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

রোববার বার্বাডোজের কেনসিংটন ওভালে ক্রিস গেইল দ্রুত ৪৩ রান তোলার পর স্যামুলেসের ঝড়ো ব্যাটিংয়ে ১৭০ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

৪৬ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন স্যামুয়েলস।

জবাবে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারানো ইংল্যান্ড নয় উইকেট হারিয়ে তুলতে পারে ১৪৩ রান।

শুরু থেকে নিয়মিত উইকেট পড়তে থাকায় ১২তম ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭৩/৬। সেখান থেকে অলরাউন্ডার টিম ব্রেসনানের ২৯ বলে অপরাজিত ৪৭ রান অতিথিদের হারের ব্যবধানই কেবল কমিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ স্পিনার স্যামুয়েল বর্দি ১৭ রানের খরচায় নেন ৩ উইকেট। ২১ রানের বিনিময়ে ২ উইকেট নেন ম্যাচসেরা মারলন স্যামুয়েলস।

সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ব্রিজটাউনে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার।

বাংলাদেশে আগামী ১৬ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এই সিরিজ খেলছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ