বিশ্বকাপে নিজেদের খেলাটাই খেলতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাম্প্রতিক সময়ে যে হারের বৃত্তে আটকে গেছে বাংলাদেশ দল, এর পেছনে বড় কারণ ইনজুরি। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিটকে যাওয়ায় প্রথম একাদশটাই যে মাঠে নামানো যায়নি! আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে পরিস্থিতির পরিবর্তনে তাই সেরা খেলোয়াড়দের আগে মাঠে নামা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। আশার কথা হলো, সেরে ওঠার কক্ষপথেই আছে ক্রিকেটাররা।

মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সোহাগ গাজীদের নিয়েই তাই ১৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার জোর সম্ভাবনা স্বাগতিকদের। এজন্য আফগানিস্তানকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না সাকিব আল হাসান। আজ সংবাদ সম্মেলনে বললেন,‘ আমরা যেভাবে খেলি,আমাদের খেলোয়াড়দের যে স্বভাব আফগানিস্তানের সাথেও আমরা সেভাবে খেলব। নিজেদের খেলাটা খেলতে পারলে আফগানিস্তানকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সেরা খেলোয়াড়দের পাচ্ছি বলে আত্ববিশ্বাসী হয়েই খেলব এবার।’

চার-ছক্কা হলে কিংবা উইকেট পড়লেই চিয়ার লিডারদের হইচই করার কোনো ব্যাপার থাকছে না ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে। বরং সেসব মুহূর্তে দেশীয় আমেজই থাকবে। মাঠে উপস্থিত একদল তরুণ ঢাক-ঢোল নিয়ে বাজাবেন বাদ্য-বাজনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাদের প্রস্তুতির সময়ই সংবাদ সম্মেলনে এসে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ঢাক বাজিয়ে গেলেন সাকিব আল হাসানও,‘ এশিয়া কাপে ওয়ানডে খেলেছি। এবারের ফরম্যাটটা টি-টোয়েন্টি। আমি বিগব্যাশ,আইপিএলের মত টুর্নামেন্টগুলো খেলেছি বলে অভিজ্ঞতায় এগিয়ে। কাজে লাগাতে চাই এটাও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ