এ বছরই বিয়ে করছেন সালমান

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খবরের দুনিয়ার অন্যতম সেরা জল্পনার হয়ত অবসান হতে চলেছে। যাকে নিয়ে জল্পনার জন্ম স্বয়ং তিনিই জল্পনা শেষের ইঙ্গিত দিলেন। বিয়ে করতে চলেছেন সালমান খান।

সালমান প্রায় বলেই দিলেন, এ বছরই তিনি তার রোমানিয়ান মডেল গার্লফ্রেন্ড লুলিয়া ভ্যানাতুরকে বিয়ে করতে চলেছেন। সল্লু বলেছেন, ‘আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভাল লাগছে। এই প্রথম বুক থেকে দীর্ঘশ্বাস ফেলার সময় এসেছে। শীগিগরিই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’

তার স্ত্রীকে কে হতে চলেছেন সে বিষয়ে বলতে গিয়ে ৪৮ এর তরুণ সালমান বলেছেন, ‘আমি ইসলাম, খ্রিস্টান ধর্মকে অনুসরণ করি। আমার বাবা পাঠান, মা হিন্দু। দ্বিতীয় মা ক্যাথালিক, আমার এক আত্মীয় পাঞ্জাবি। তাই ভাবছি আমি আমার স্ত্রীকে এসবই ধর্মের বাইরে থেকে আনব।’

সালমানের সঙ্গে এর আগে বেশ কয়েকজন সহঅভিনেত্রী সম্পর্ক নিয়ে জল্পনা হয়। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে তো বলিউডে একটা সময় ঝড় ওঠে। কয়েক বছর আগে আবার সালমান-ক্যাটরিনার প্রেম নিয়ে তোলপাড় পড়ে যায়। তবে প্রায় ১১ জন নারীর সঙ্গে অতি ঘনিষ্ঠতা সত্ত্বেও সালমান দাবি করেন, তিনি ভার্জিন। তবে এবার! সেটারই অপেক্ষায় সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ