ক্রসফায়ার ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে না : শাজাহান খান

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রসফায়ার ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, আন্দোলনের নামে গাড়ি পোড়ায়, মানুষের হাত-পায়ের রগ কাটে তাদেরকে যদি ক্রসফায়ারে মেরে ফেলা হয় সেটা বিচারবহির্ভূত হত্যকাণ্ড নয়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচক হিসেবে তিনি এ কথা বলেন। বিবিসি সংলাপে প্যানেল আলোচক ছিলেন-  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম তামিম, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

ক্রসফায়ারকে তিনি সমর্থন করে বলেন, তা নাহলে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। এটা দেশি এবং আন্তর্জাতিকভাবে সমর্থনযোগ্য।

বিএনপির ভাইস-চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান ক্রসফায়ারের নিন্দা জানিয়ে বলেন, এখন ক্রসফায়ারের নামে বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ