সাজঘরে পাকিস্তানের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তানই এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন! স্মৃতির সরণি ধরে পেছনে হেঁটে গেলে তাদের জয়োল্লাসের চেয়ে বাংলাদেশের কান্নাভেজা মুখগুলোর দেখাই পাওয়া যায় আগে। শেষ পর্যন্ত মাত্র দুই রানে হারের দুঃখে পুড়তে হয় বাংলাদেশকে, রূপকথা তাই পায়নি পূর্ণতা। পাকিস্তানের ওসব নিয়ে ভাবতে বয়েই গেছে! তাদের একচোখা মিশন একটাই ২০১২ সালে জেতা শিরোপা ২০১৪ সালে ধরে রাখা। সে লক্ষ্যে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক।
শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। লাসিথ মালিঙ্গা ঝড়ে ১৮ রানে ৩ উইকেট হারিয়ে টালমাটাল অবস্থা হয়েছিল তাদের। তবে ধাক্কাটা সামলে ১০০ পেরিয়েছে তারা। দলীয় ১৪০ রানের মাথায় মালিঙ্গার বলে ক্যাচআউট হন মিসবাহ (৬৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮.৫ ওভারে ৪ উইকেটে ১৫৩ করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে আছেন ফাওয়াদ (৬৪) ও উমর আকমল ব্যাট করছেন (৫) রানে।
লাসিথ মালিঙ্গার প্রথম ওভারে দুই বাউন্ডারি মারা শাহারজিল খান ফিরেছেন সেই ওভারেরই শেষ বলে। মালিঙ্গার মিডল স্ট্যাম্পে পড়া বল ফ্লিক করতে গিয়ে মিড অনে থিসারা পেরেরাকে ক্যাচ দেন এই ওপেনার (৮)। দুই বাউন্ডারিতে শুরু করেও শেষ হাসিটা তাই মালিঙ্গারই। নিজের পরের ওভারে আহমেদ শেহজাদকেও (৫) উইকেটের পেছনে সাঙ্গাকারার ক্যাচ বানিয়ে ফেরান মালিঙ্গা। এই মালিঙ্গার আগুণে পুড়েই উদ্বোধনী ম্যাচে হেরেছিল পাকিস্তান। সেই মালিঙ্গা রুদ্ররুপে আবির্ভুত হয়ে ফেরান হাফিজকেও। ৩ রান করে সাঙ্গাকারাকে ক্যাচ দিয়ে ফিরেন হাফিজ।
চোটের জন্য অনিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত খেলছেন শহীদ আফ্রিদি। সে সাথে পাকিস্তান ফাইনালে ফিরিয়েছে শাহারজিল খান ও জুনাইদকে। শ্রীলঙ্কা আবার বাদ দিয়েছে অজন্থা মেন্ডিসকে। মেন্ডিসের জায়গায় তাদে পছন্দ সেনানায়েকে।
বাংলাদেশ নেই বলে ফাইনালে ফাঁকা পড়ে রয়েছে অর্ধেক গ্যালারি। স্টেডিয়ামের বাইরে এখনও প্রচুর টিকিট পাওয়া যাচ্ছে বলে ধীরে ধীরে দর্শক সমাগম বাড়ার আশা করাই যায়। হাজার হোক ফাইনাল বলে কথা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ