নির্যাতিত নারীদের জন্য হেল্পলাইন-১০৯২১

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্যাতিত নারীদের জন্য চালু করা হয়েছে ন্যাশনাল হেল্পলাইন। যেকোনো অপারেটর থেকে ১০৯২১ নম্বরে ডায়াল করে যে কেউ নারী নির্যাতন সম্পর্কে প্রতিকার পেতে অভিযোগ দিতে পারবেন। পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে নারীদের ত্রি-মাত্রিক দায়িত্ব পালন করতে হয়। পেশাগত, পারিবারিক ও গৃহস্থালী।’

নারীরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পুরুষরা না পারলেও নারীরা ঠিকই এশিয়া কাপে পাকিস্তানকে পরাজিত করেছে। কোনো কোনো ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়েও এগিয়ে।’

রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রভাব ও দক্ষতায় অনেকেই ঈর্ষান্বিত হয়ে ‘দুই নারী দুই নারী করে মাথা খারাপ করে দিচ্ছেন’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আগে শুনতাম মেয়েরাই বেশি হিংসা করে কিন্তু এখন দেখছি পুরুষরাই বেশি হিংসুটে। আমরা পারি বলেই আজ এই অবস্থায় আসতে পেরেছি।’

আওয়ামী লীগ নারীকে বেশি মূল্যায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকেই বেশি নারীকে মনোনয়ন দেওয়া হয়। যা অন্য কোনো দল থেকে দেওয়া হয় না।’

বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি থাকলেও ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

সবক্ষেত্রে নারীর পদচারণা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিয়োগ দিয়েছি নারীকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে এবার ভিসি হিসেবে নিয়োগ দিয়েছি।’

ভিসি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগরে ভিসি নিয়োগ দিলেই আন্দোলন হয়। আশাকরি এবার যে ভিসিকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন।’

প্রধানমন্ত্রী নারীদের জন্য গৃহীত তার সরকারের নানা কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় গিয়েই প্রথম নারী বিচারপতি নিয়োগ দেই। বর্তমানে ডিসি, এসপি, টিএনও শুরু করে বিভিন্ন শীর্ষস্থানীয় পদে নারীরা আসীন।’

তিনি বলেন, ‘সরকার প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দিয়েছে। ঢাবির প্রো-ভিসি থেকে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একজন নারী উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।’

নারীদের জন্য সরকারের পারিবারিক সুরক্ষা আইন-২০১০, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১’ এর কথাও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ