ইউক্রেন সঙ্কট নিয়ে ফের ওবামা-পুতিন ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইউক্রেন সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারো দীর্ঘ ফোনালাপ করেছেন। প্রায় ছয় দিন আগেও তাদের মধ্যে এ বিষয়ে ফোনালাপ হয়েছিল।

ক্রাইমিয়ায় রাশিয়ার অভিযান ইউক্রেনের সার্বভৌমত্ব লংঘন করার সামিল- উল্লেখ করে দ্বিতীয় এ ফোনালাপে ওবামা ক্রাইমিয়া থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পুতিন বলেছেন ইউক্রেনের চলমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবেনা।

পুতিনের সঙ্গে ফোনালাপের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইউক্রেনের সরকারের সমর্থন ছাড়াই রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার যে প্রস্তাব ক্রাইমিয়ার সংসদ পাশ করেছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

ক্রাইমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বিপুল ভোটে দেশটিকে রাশিয়ার অংশ বানাবার পক্ষে রায় দেয়ার পর ওবামা তার প্রতিক্রিয়া জানান।

ওবামা বলেন, “প্রস্তাবটি ইউক্রেনের সংবিধান ও আন্তর্জাতিক আইনকে লংঘন করে। ইউক্রেনের ভবিষ্যত নিয়ে যে কোনো ধরনের আলোচনা বা পরিকল্পনা কিয়েভের বৈধ সরকারকে নিয়েই করা উচিত।”

ওবামা আরও বলেছেন যে, ইউক্রেনকে বিভক্ত করবার জন্য অতি উৎসাহিত হয়ে প্রস্তাব পাশ করেছে ক্রাইমিয়ার সংসদ।”

ওদিকে ইউক্রেনের অন্তর্বতী প্রেসিডেন্ট ওলেকজান্দার তুর্চিনভও ক্রাইমিয়ার প্রস্তাবকে অবৈধ উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতোমধ্যেই রাশিয়ার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারী করার জন্য মত দিয়েছেন, এবং ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে চিন্তা-ভাবনা করছে।

ইউক্রেন ও রাশিয়ার সঙ্কট সমাধানে ব্রাসেলসে ইইউ-এর নেতারা এক জরুরি বৈঠক বসেছেন এবং বলেছেন, সঙ্কট সমাধানে জন্য রাশিয়া কোনো উদ্যোগ না নিলে তার “পরিণতি হবে ভয়াবহ”।

আর রাশিয়ার সঙ্গে আবার একত্রিত হবার জন্য যে প্রস্তাব পাশ করেছে ক্রাইমিয়া সেটির পক্ষে-বিপক্ষে মতামত যাচাই করতে আগামী ১৬ মার্চ একটি গণভোট হবারও কথা রয়েছে।

তবে, ক্রাইমিয়া কি ইউক্রেনের সঙ্গেই থাকবে না-কি রাশিয়ার অংশ হবে তা নির্ধারিত হবে রুশ সরকারের সিদ্ধান্তের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ