জবি শিক্ষার্থীদের মিছিলে পুলিশি বাধা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   বেদখল শহীদ বজলুর রহমান হল উদ্ধারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রায়সাহেব বাজার মোড়ে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। মিছিলে বাধা পেয়ে শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এর আগে সকালে সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে তারা হল অভিমুখে মিছিল বের করেন।

এদিকে উদ্ধার প্রতিহত করতে ওই হলের গেটে এলাকাবাসী অবস্থান নিয়েছে । সকাল থেকে গেটে মঞ্চ তৈরি করে সেখানে অবস্থান নিয়ে মাইকে এলাকাবাসীকে জড়ো হওয়ার আহ্বান জানাচ্ছে তারা। এনিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এর আগে বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বৃহস্পতিবার বজলুর রহমান হল উদ্ধারের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ