অন্ত্যেষ্টিক্রিয়ার ঠিক আগে জেগে উঠলেন মৃত ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   অন্ত্যেষ্টিক্রিয়ার সব আয়োজন চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে নড়েচড়ে উঠলেন ওয়াল্টার উইলিয়ামস (৭৮)। শেষে শবদেহের ব্যাগ খুলে দেখা গেল সত্যিই বেঁচে আছেন তিনি। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে গত বুধবার ঘটেছে এ ঘটনা।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার রাতে মিসিসিপির লেক্সঙটিন শহরে নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উইলিয়ামস। স্থানীয় এক নার্সকে ডাকা হয়। তিনি এসে দেখেন উইলিয়ামস আর নেই। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে রাতেই এক চিকিৎসক আসেন। ধমনীর স্পন্দন না পাওয়ায় তিনিও জানান, উইলিয়ামস মারা গেছেন। নার্স ও চিকিৎসকের এ ঘোষণার পর পরিবারে মৃত্যুর শোক শুরু হওয়া স্বাভাবিক।

পরদিন সকালে তাঁর ‘মৃতদেহ’ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নেওয়া হয় স্থানীয় পোর্টার অ্যান্ড সন্স ফিউনারেল হোমে। এ সময় উইলিয়ামসের দেহ একটি লাশের ব্যাগে ভরা ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে জড়িত কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ঘটনাটি ঘটে। ব্যাগের ভেতরে লাথি মারতে থাকেন উইলিয়ামস। ব্যাগ খোলার পর পরিষ্কার হয়, তিনি বেঁচে আছেন। সেখান থেকে তাঁকে তখনই হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

তাঁকে মৃত ঘোষণা করা চিকিৎসক ডেক্সটার হাওয়ার্ডের ধারণা, উইলিয়ামসের হৃদস্পন্দন সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দুই দশকের পেশাগত জীবনে এমন ‘অলৌকিক’ অভিজ্ঞতা হয়নি বলে মন্তব্য করেন হাওয়ার্ড। উইলিয়ামসের ভাতিজা ইডি হেস্টার বলেন, ‘আমি জানি না, চাচা কত দিন বাঁচবেন। কিন্তু এটা জানি, তিনি ফিরে এসেছেন। আর এটাই এখন সবচেয়ে বড় কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ