হুমকির মুখে আমির!

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   হুমকির মুখোমুখি দাঁড়িয়ে বলিউডের পারফেকশনিষ্ট খ্যাত অভিনেতা আমির খান। তাই তো বিশেষ নিরাপত্তার খাতিরেই কিনেছেন দশকোটি রুপি মূল্যের বোম্বপ্রুফ গাড়ি। মিডডে সূত্রে জানা গেছে আমিরের গাড়িটি একই সঙ্গে বুলেট এবং বিস্ফোরক প্রতিহত করতে সক্ষম।

ধারনা করা হচ্ছে বলিউড তারকাদের ব্যাবহৃত গাড়ির মধ্যে নিরাপত্তার জন্য কেনা মার্সেডিজ বেঞ্জ এই গাড়িটি সবচেয়ে দামি।

জানা গেছে, গত বছর সত্যমেভ জয়তে অনুষ্ঠান প্রচার হওয়ার সময়ই বেশকিছু হুমকি পেয়েছিলেন আমির। অনুষ্ঠানটিতে নারী ভ্রুণহত্যা, চিকিংসা ব্যবস্থায় অন্যায়সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন তিনি। আমিরের অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসার ফলে ভারতে ব্যপক আলোচিত হয় ইস্যুগুলি। যাতে করে এসব অপকর্মের সাথে জড়িত অনেকে তার ওপর ক্ষুদ্ধ।

হুমকি পাওয়ার পরপর আমির পুলিশকে জানিয়েছিলেন। এমনকি পুলিশ প্রটেকশনও নিয়েছিলেন। তবে পরিবার এবং ঘনিষ্ট বন্ধুদের চাপে নিজস্ব নিরাপত্তার জন্য কিছুদিন আগে গাড়ি কিনেছেন তিনি। অবশ্য নিজের নিরাপত্তা নিয়ে কোন মন্তব্য করেননি আমির।

২ মার্চ থেকেই দ্বিতীয়বারের মত শুরু হচ্ছে ‘সত্যমেভ জয়তে’। এবার অনুষ্ঠানটিতে বিশেষ করে তুলে ধরা হবে  সুশাসন, দুর্নীতি এবং ভারতের লোকসভা নির্বাচনের বিষয়গুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ