রোববারও খোলা থাকবে আইটি মেলা

সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   সাপ্তাহিক ছুটি থাকলেও রোববার খোলা থাকবে ‘সিটি আইটি মেলা ২০১৪’। ‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ শ্লোগান নিয়ে দেশের একক বৃহত্তম কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে নানা আয়োজনের এ মেলা চলছে।

এ মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রদর্শনীতে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার ছাড়াও বিশ্বের সনামধন্য প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়ন। বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।

এর আগে গত শুক্রবার মেলার তৃতীয় দিনেও অনুষ্ঠিত হয়েছে গেমিং প্রতিযোগিতা। এছাড়া বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আয়োজনও অনুষ্ঠিত হয়। ছুটির দিন থাকায় ছিলো মেলায় নানা বয়সী দর্শনার্থীদের ভিড়।

মেলায় ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সায়মা তাহের জানান, ‘বিসিএস কম্পিউটার সিটির এ কম্পিউটার বাজারে প্রায়ই আসা হয়। তবে মেলায় যেহেতু নানা ধরনের পণ্যে ছাড় এবং উপহার পাওয়া যায় তাই মেলা চলাকালীন সময়ে ল্যাপটপ কিনতে এসেছি।’ বন্ধুরা মিলে আরো নানা ধরনের পণ্য ঘুরে ঘুরে দেখছিলেন আরেকদল শিক্ষার্থী। মেলার এমন আয়োজন আর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিদিনই মেলায় নানা ধরনের পণ্যে যেমন ছাড় দেওয়া হচ্ছে তেমনি উপহারও দেয়া হচ্ছে বলে জানালেন মেলার আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির মহাসচিব এ এন এম কামরুজ্জামান।

তিনি বলেন, ‘দর্শকদের জন্য এ মেলা। আমরা চাই দর্শকরা মেলায় এসে নানা ধরনের সুবিধার প্রযুক্তি পণ্য যাতে সহজে কিনতে পারেন। পাশাপাশি মেলা উপলক্ষ্যে যে ধরনের নতুন নতুন প্রযুক্তি পণ্য বাজারে এসেছে সেগুলোও দেখতে পারেন।’

প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ