পাকিস্তান-আফগানিস্তান লড়াই আজ

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১২ রানের অপ্রত্যাশিত হার। দ্বিতীয় ম্যাচে প্রতিবেশী দেশ আফগানিস্তানকে পাচ্ছে পাকিস্তান। এশিয়া কাপের নতুন চমককে থামিয়ে দিয়ে নিজেদের টিকে রাখতে চায় মিসবাহ উল হকের দল।

আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে আফগানদের নতুন যাত্রা। দু’বছর পর আবারও এক দিনের আর্ন্তজাতিক ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। প্রতিবেশি দেশ আফগানিস্তানের সঙ্গে সর্বশেষ ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি একটি ম্যাচ খেলেছিলো পাকিস্তান। ওই ম্যাচে সাত উইকেটে পরাজিত হয় আফগানরা।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে আফগানিস্তানের। এ পর্যন্ত ২৭টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তারা। যার মধ্যে ১৬টি জয় ও ১১টি হার। পাকিস্তানের সঙ্গে পাল্লায় মাপ দিলে আফগানিস্তান সবে মাত্র হাঁটতে শুরু করেছে আর পাকিস্তান যোজন-যোজন দূর চলে গেছে। ১৯৭৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বহু রেকর্ড ও খেলোয়াড় জন্ম দিয়েছে পাকিস্তান। আফগাস্তিান সবচেযে বেশি ম্যাচ জিতেছে কানাডা, কেনিয়া, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের সঙ্গে। চারটি করে ম্যাচ জিতেছে তাদের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ