লিবিয়ার বেনগাজিতে তিন বাংলাদেশিকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  লিবিয়ার বেনগাজি শহরের পশ্চিমাঞ্চলীয় কানফুজে এলাকা থেকে সশস্ত্র ব্যক্তিরা তিন বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা।

ইন্টারনেট ভিত্তিক বার্তা সংস্থা আল-ইয়াওম আল-সাবাহ’র উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, লিবিয়ার নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের ধরার জন্য তাদের পিছু নিলেও শেষ পর্যন্ত ধরতে পারেনি।

সেনাবাহিনী বেনগাজি শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও সেখানে এখনো নিরাপত্তাহীনতা ও অশান্ত পরিবেশ বিরাজ করছে। ২০১১ সালের অক্টোবরে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে উৎখাত ও নিহত হওয়ার পর থেকে সেদেশে নিরাপত্তাহীনতা ও সহিংস ঘটনা বেড়েই চলেছে।

লিবিয়ার দারানে ও বেনগাজি শহরে সবচেয়ে বেশি উত্তেজনা ও সহিংস ঘটনা ঘটছে এবং এ দু’টি শহর কার্যত উগ্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্যে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ