তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।প্রথম স্থানে চীন।

তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন প্রচেষ্টার পর অনেক প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছে।সম্প্রতি কিছু দুর্ঘটনা বাংলাদেশের অর্জন ও সুনাম ক্ষুন্ন করেছে।সরকার এগুলোর কারণ অনুসন্ধান করে স্থানী সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার বিজিএমইএ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং এন্ড ফায়ার সেফটি’ শীর্ষক দুদিনের প্রদর্শনীর উদ্বোধন করে মন্ত্রী একথা বলেন।

বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মন্ত্রী বলেন, তৈরি পোশাক কারখানায় অগুন রোধে এবং নিরাপদ ও কর্মবান্ধব কারখানা বিল্ডিং তৈরির জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়াতে গার্মেন্টস পল্লী গড়ে তুলতে স্থান নির্ধারণ করা হয়েছে।গার্মেন্টস শিল্পে অগুন রোধে আমদানিকৃত যন্ত্রপাতির উপর সুবিধা প্রদানের উদ্যোগ নেবে সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় চারশত তৈরি পোশাক কারখানায় লাখ লাখ মানুষ কাজ করছে। তাদের উপযুক্ত কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করে দিয়েছে। শ্রমিকরা এখন ভালো অবস্থানে আছে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে তৈরি পোশাক শিল্পের কারখানা তৈরি করা খুবই প্রয়োজন।এজন্য বাংলাদেশে উপযুক্ত পর্যাপ্ত ইঞ্জিনিয়ার রয়েছে।পরিকল্পিতভাবে কাজ করলে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে একটি শক্ত ভিত্তির উপর দাঁড়াবে।

মন্ত্রী বলেন, কিছুদিন আগে বালিতে বিশ্ববাণিজ্য সংস্থার সভা হয়েছে। সেখানে এলডিসি ভুক্ত দেশগুলোর জন্য বেশকিছু সুযোগ-সুবিধার পাশাপাশি উন্নত দেশে কোটা ও ডিউটি ফ্রি প্রবেশ সুবিধা প্রদানের সুযোগ রাখা হয়েছে।এসুবিধা পাওয়া গেলে বাংলাদেশ অনেক লাভবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ