জেএমবি’র মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামি ছিনতাই, পুলিশ নিহত

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ  কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সালেহীন ও বোমা মিজানসহ তিন আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় তাদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্যের নাম আতিকুল ইসলাম। এসময় আহত হন আরও ২ সদস্য। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কাশিমপুর কারাগার থেকে তাদের ময়মনসিংহ আদালতে নেওয়া হচ্ছিলো। রোববার সকাল ১০টায় ত্রিশালের সাইনবোর্ডে পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশের কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গাজিপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এবিসি নিউজ বিডিকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ