মাহমুদুল্লাহর ঘূর্ণিতে লড়ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাংলাওয়াশ’-এর সুবাস নিয়ে সিরিজটা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হেরে সেই সুবাস হাওয়ায় মিলিয়ে গেছে আগেই। এবার উল্টো ‘লঙ্কাওয়াশের’ শংকায় মুশফিকুর রহিমের দল। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে ২৪০ করেছিল তারা। জবাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬.১ ওভারে ২ উইকেটে শ্রীলঙ্কা করেছে ৪৬। কুশল পেরেরা ২৪ আর চান্দিমাল ব্যাট করছেন ০ রানে।

সর্বশেষ ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচ না জিতলে ৩ বছর পর শ্রীলঙ্কা সেই তেতো স্বাদ দিবে আবারও। সেই ব্যর্থতা কাটাতে মাহমুদুল্লাহর ঘূর্ণিতে লড়ছে বাংলাদেশ। দুই ওপেনার লাহিরু থিরুমান্নে ও কুশল পেরেরা উদ্বোধনী জুটিতে ১০ ওভারে করেছিলেন ৪৪। এগারতম ওভারের প্রথম বলে থিরুমান্নেকে (১৮) শামসুর রহমানের ক্যাচ বানিয়ে ফেরান মাহমুদুল্লাহ। এরপর ভিথাঙ্গেকে (৯) বোল্ড করেন তিনি।

১৯৯৯ বিশ্বকাপের পর প্রথমবার সাঙ্গাকারা,জয়াবর্ধনে ও দিলশানকে ছাড়া খেলতে নেমেছে শ্রীলঙ্কা। ছিলেন না মালিঙ্গা আর মেন্ডিসও। অর্থাৎ মোটামুটি ‘এ’ দলের চেহারা নিয়েছে শ্রীলঙ্কা। তারপরও বাংলাদেশের ব্যাটসম্যানরা মেলে ধরতে পারেননি নিজেদের। ২০১২ সালের পর ওয়ানডেতে ফিরে ধাম্মিকা প্রসাদ ৩ উইকেট নিয়ে মাথা চড়তে দেননি বাংলাদেশি টপঅর্ডারদের। তিনি ফিরিয়েছেন এনামুল (২),শামসুর (২৫) ও মুশফিককে (৩০)।

মমিনুল খেলছিলেন নিজেকে উজার করে। ৬০ বলে ৮ বাউন্ডারিতে ৬০ করে দূর্ভাগ্যজনক রানআউট হন তিনি। সাকিবের জায়গায় ফেরা নাঈম ইসলাম ৫৫ বলে ৩২ করে সেনানায়েকের বলে ক্যাচ দেন প্রসাদকে। বড় ইনিংসের আশা জাগিয়েও নাসির ফিরেন ৪৩ বলে ৩৮ করে। নাসির আউট হওয়ার সময় ৪৪.১ ওভারে ৭ উইকেটে বাংলাদেশের স্কোর ছিল ২০১। সেটা ৮ উইকেটে ২৪০ পর্যন্ত পৌঁছে সোহাগ গাজীর ১৩ বলে ৩ ছক্কায় ২৩ আর শফিউল ইসলামের ১৮ বলে ১৫-তে। প্রসাদ ৪৯ রানে ৩,লাকমল ২৪ রানে ২ ও সেনানায়েকে ৪৬ রানে নেন ১ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ