আইফার দৌড়েও এগিয়ে মিলখা

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  মিলখার দৌড় যেন থামছেই না। ফিল্মফেয়ারের পর এবার আইফাতেও সব চেয়ে বেশি নমিনেশন পেয়ে তালিকায় শীর্ষে রইল ভাগ মিলখা ভাগ। ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দশটি ক্যাটগরিতে মনোনীত হয়েছে ফারহান আখতার অভিনীত ভাগ মিলখা ভাগ। বৃহস্পতিবার ঘোষিত হয়েছে ১৫তম আইফা অ্যাওয়ার্ডসের নমিনেশন তালিকা।

ভাগ মিলখা ভাগ’র পরেই সমানে সমানে টক্কর দিয়েছে গোলিওঁ কি রাসলীলা রাম লীলা ও আশিকি টু। দুটি ছবিই ৭টি করে নমিনেশন পেয়েছে। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পেয়েছে ৬টি নমিনেশন। এছাড়াও বিভিন্ন ক্যাটগরিতে অ্যাওয়ার্ডের জোরালো দাবিদার কৃষ থ্রি, কাই পো চে, চেন্নাই এক্সপ্রেস ও দ্য লাঞ্চবক্স।

সেরা অভিনেতার নমিনেশন পেয়েছেন শাহরুখ খান (চেন্নাই এক্সপ্রেস), হৃতিক রোশন (কৃষ- থ্রি), রনবীর কাপূর (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি),

ফারহান আখতার (ভাগ মিলখা ভাগ),

রনবীর সিং (গোলিওঁ কি রাসলীলা রাম লীলা) ও

সুশান্ত সিং রাজপুত (কাই পো চে)।

সেরা অভিনেত্রীর নমিনেশন তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোন (চেন্নাই এক্সপ্রেস), দীপিকা পাডুকোন (গোলিওঁ কি রাসলীলা রাম লীলা),

দীপিকা পাডুকোন (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), সোনাক্ষি সিনহা (লুটেরা), শ্রদ্ধা কাপূর (আশিকি টু) ও নিমরত কৌর (দ্য লাঞ্চবক্স)।

সেরা পরিচালকের দৌড়ে এগিয়ে রয়েছেন সঞ্জয় লীলা বনশালি (রাম লীলা), রাকেশ রোশন (কৃষ থ্রি), রোহিত শেঠি (চেন্নাই এক্সপ্রেস), রাকেশ ওমপ্রকাশ মেহরা (ভাগ মিলখা ভাগ) ও অভিষেক কপূর (কাই পো চে)।

সেরা ছবির তালিকায় স্থান পেয়েছে- ধুম থ্রি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, গোলিওঁ কি রাসলীলা রাম লীলা, কৃষ থ্রি, কাই পো চে, চেন্নাই এক্সপ্রেস ও ভাগ মিলখা ভাগ।

আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা বে তে রেমন্ড জেমস স্টেডিয়ামে বসছে আইফা ২০১৪-র আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ