শুভদিনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, নেই লঙ্কার ‘বিগ থ্রি’

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  প্রতিপক্ষ যদি হয় শ্রীলঙ্কা, তাহলে একুশে ফেব্রুয়ারির পরের দিনটা বাংলাদেশের জন্য ভীষণ শুভ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে আরও একবার শুভ হওয়া চাই আজকের দিনটা।

আট বছর আগের (২০০৬ সালের) ২২ ফেব্রুয়ারিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছিল মহা শক্তিধর শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো মাটিতে নামিয়ে আনার আনন্দ। তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটাও হচ্ছে ২২ ফেব্রুয়ারি। প্রথম দুই ওয়ানডে হারায় হোয়াইটওয়াশের শঙ্কা এখন বাংলাদেশ শিবিরে। শুভদিনে সেই শঙ্কা কাটানোর চ্যালেঞ্জ মুশফিকুর রহিমের দলে।

শ্রীলঙ্কা অবশ্য আজ পাচ্ছে না ‘বিগ থ্রি’ মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানকে। দ্বিতীয় ম্যাচ খেলে দেশে ফেরার উড়ালে উড়েছেন কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশান। প্রথমজন পারিবারিক কারণে, পরেরজন বুড়ো আঙুলের ইনজুরিতে। সেই ২০০০ সালে সাঙ্গাকারার ওয়ানডে অভিষেকের পর এ প্রথম ত্রিমূর্তির সবাইকে ছাড়া কোনো ওয়ানডে খেলতে নামছে শ্রীলঙ্কা।

জয়াবর্ধনে (৪০৭ ম্যাচ ১১৪০১ রান), সাঙ্গাকারা (৩৬৪ ম্যাচ ১২২৫২ রান), দিলশান (২৭৭ ম্যাচ ৮০২৫ রান) না থাকা মানে প্রতিপক্ষ দল থেকে ১০৪৮ ওয়ানডে খেলার আর ৩১ হাজার ৬৭৮ রান করার অভিজ্ঞতা বিয়োগ হয়ে যাওয়া। কিন্তু সাকিবের নিষেধাজ্ঞা আর তামিমের না খেলার আশঙ্কা বাংলাদেশকে সেটি নিয়ে স্বস্তিতে থাকতে দিচ্ছে কই!

মন্দের ভালো একটা টেস্ট সিরিজ কেটেছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। কিন্তু সীমিত ওভার ক্রিকেটের কীর্তিতে বড্ড বিবর্ণ তিনি। বিশেষ করে ব্যাট হাতে সর্বশেষ চার ম্যাচে ২৬, ১২, ৩ ও ২৪ রানের পারফরম্যান্স প্রত্যাশার বিন্দুতে মেলেনি মোটেও। সঙ্গে অযাচিতভাবে নিজে ঝাঁপ দিয়েছেন বিতর্কের অন্ধকূপে। দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ক্যামেরার সামনে যে চরম অশালীন ভঙ্গি করেন সাকিব, সেটি হতভম্ব করে দিয়েছে সবাইকে। অতীতে অনেকবার এমন নানা কাণ্ডকীর্তি করে পার পেয়ে গিয়েছিলেন। কিন্তু এবার আর অমনটা হলো না। তিনটি ওয়ানডের জন্য তাকে নিষিদ্ধের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ, আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশ নামছে সাকিবকে ছাড়াই। তামিমকে ছাড়া যেমন নেমেছিল প্রথম দুই ওয়ানডেতে। অনুশীলনে নক করার পরও আজ খেলা-না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার আবারও তামিমের ওপর ছেড়ে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

সাকিব নেই, তামিমের খেলারও পূর্ণ নিশ্চয়তা নেই। তাতে লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচের আবহে ‘বিগ থ্রিকে’ না খেলার সুযোগ হাতছাড়া হওয়ার জোগাড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ