রাহুল একজন যোগ্য প্রধানমন্ত্রী হবেন

rahul_gandhi2

রাহুল গান্ধীকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেবে বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেস।

দলটির মুখপাত্র রশিদ আলভি বুধবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, “কংগ্রেসের সব নেতাকর্মী আশা করছেন রাহুল গান্ধী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। তারা মনে করেন, কেবল রাহুল গান্ধীই হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী।”

প্রধানমন্ত্রী হওয়ার মতো সব গুণই রাহুল গান্ধীর আছে এবং একই সাথে তার দূরদৃষ্টিও রয়েছে উল্লেখ করে রশিদ আলভি বলেন, “রাহুল একজন যোগ্য প্রধানমন্ত্রী হবেন এবং ভারতকে এগিয়ে নিতে পারবেন।”

কংগ্রেসের অনেক নেতার এরকম একটি ধারণা আছে যে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে রাজী নন। কিন্তু কংগ্রেসের নীতি ও কৌশল নির্ধারণকারী হিসেবে পরিচিত দলের সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিং এরকম ধারণা পোষণ না করার জন্য সর্তক করে দেন। এরপর কয়েক ঘণ্টা যেতে না যেতেই রশিদ আলভি সাংবাদিকদের এ কথা জানালেন।

গান্ধী পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দ্বিগ্বিজয় সিংয়ের। এর আগে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী হবেন না- এমন কথা রাহুল গান্ধী কখনো বলেননি। আর ভারতের মানুষ যদি চায় তবে রাহুল গান্ধী কেন প্রধানমন্ত্রীর জন্য প্রার্থী হবেন না- এ কথাও বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ