ফেসবুক আসক্ত নায়িকা মাহি!

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  সিনেমার শুটিংসহ নানা কর্ম ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে প্রচন্ড আসক্ত হয়ে পড়ছেন এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ ছবির সফলতা আর আগের ছবিগুলোর দর্শক প্রিয়তা এখনও মাহিকে অহঙ্কারি করে তোলেনি, যদিও কিছুদিন আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিয়ে একটি খবরে বির্তকে জড়িয়ে পড়েন মাহি।

মাহি তার ফেসবুক একাউন্ট থেকে বেশ ঘন ঘন স্ট্যাটাস এবং ছবি শেয়ার করে তার দর্শক-ফ্যানদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কখনও আবার তার একান্ত ব্যক্তিগত কিছু তথ্য নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাসের পর পরই ফ্যানদের প্রশ্ন আর মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে মাহির স্ট্যাটাসে। মাহির পোস্ট করা শুটিং এর ছবি থেকে শুরু করে তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি থাকছে তার ফেসবুক টাইমলাইনে।

কখনো ইংরেজি আবার কখনো বাংলা উচ্চারণে ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে মাহি তার কাজ এবং লক্ষ্য নিয়ে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ