সালমানের কাছে ফিরছেন ক্যাট!

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বরাবরই রনবীরের সঙ্গে কনফিউজড ধুম গার্ল। প্রশ্নের উত্তর কখনই ঠিকঠাক মেলেনা তাঁর থেকে। তার ওপর আবার ভক্তদের কিছুটা ধোঁয়াশায় রাখতেও ভালবাসেন বি-টাউনের নতুন এই ধুম গার্ল। আর এবারে যা বললেন তাতে দর্শকদের মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। তবে কি এখনও চান্স আছে সাল্লু মিঞার?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাট জানিয়েছেন, ‘সালমান এখনও আমার জীবনে ভীষণভাবে রয়েছে। জাস্ট একটা মেসেজ দূরে থাকে সবসময়। এখনও আমাদের যথেষ্ট যোগাযোগ রয়েছে।’ ক্যাটের কথাতেই ফুটে উঠছিল সালমনের প্রতি আত্মবিশ্বাস। তবে কি সালমানের কাছেই ফিরছেন ক্যাটরিনা? সেই বিষয়ে এখনও কিছু না জানালেও রনবীরের সঙ্গে বিচ্ছেদ হতে পারে সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ক্যাট।

রনবীরের সঙ্গে সম্পর্কের বিষয়ে ক্যাটরিনা বলেন, ‘আমি এখনই কিছু বলতে পারছি না। আজ সম্পর্ক আছে, কিন্তু কাল নাও থাকতে পারে। যখন আমি সম্পর্ক নিয়ে আমার মতামত জানাই মিডিয়া ভুল বোঝে। তাই আমি কিছু বলাই বন্ধ করে দিয়েছি। নিজের জীবন ও সম্পর্ক ব্যক্তিগত রাখা খুব জরুরি। তা নাহলে সবাই নিজের মতো গল্প বানিয়ে নেবে।’

ক্যাটের জীবনের প্রথম প্রেম না হলেও বলিউডের প্রথম বয়ফ্রেন্ড ছিলেন সালমানই। কিছুদিন ধরেই সাংবাদিক সম্মেলনে, সাক্ষাৎকারে সালমানের প্রসঙ্গেই কথা বলছেন ক্যাটরিনা। এ দিকে সালমান কিছুদিন আগে প্রথম ভারতীয় হিসেবে অডি-৭ কিনেছেন। নতুন গাড়ি কেনার পর বলেছিলেন, ‘ক্যাটরিনাকেই মানাবে এই গাড়িতে।’ তবে কি সত্যিই ফিরছেন তাঁরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ