স্টেফানোকে ছাড়িয়ে রাউলের পাশে মেসি

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  মেসি পায়ে গোলের মালা আর গলায় রেকর্ডের মালা। ২৬ বছর বয়সে লিওনেল মেসি ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। শনিবার লা লিগায় জোড়া গোল করে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি ডি স্টেফানোকে। ২২৭ গোল নিয়ে এতদিন  স্প্যানিশ লা লিগার চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ছিলেন স্টেফানো। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর মেসির গোল এখন ২২৮টি, যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। মেসির সমান ২২৮ গোল রয়েছে রাউল গঞ্জালেসেরও।

মেসির সামনে থাকা দুজনও খুব বেশি দূরত্বে নেই। সর্বোচ্চ ২৫১ গোল নিয়ে শীর্ষে আতলেতিকো বিলবাওয়ের সাবেক কিংবদন্তি তেলেমো জারা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩৪ গোল হুগো সানচেজের।

তাদের পেছনে ফেলতে মেসির বেশি সময় লাগবে না বলেই বিশ্বাস বার্সা কোচ মার্তিনোর, ‘ইনজুরি থেকে ফিরেও সেই আগের মত আলো ছড়িয়ে চলেছে মেসি। ও যেভাবে এগুচ্ছে তাতে খুব বেশিদিন লাগার কথা নয় ২৫০ গোলের জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ