প্রাচীনতম তারার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন তারাটি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলেছেন, প্রায় এক হাজার ৩৬০ কোটি বছর আগের এই তারা নিয়ে গবেষণা করে এখন প্রথম দিকের নক্ষত্রের চরিত্র বোঝার চেষ্টা করতে পারবেন তারা।

নিউ সাউথ ওয়েলসের কোনাবারবারানের কাছে একটি মানমন্দিরে এ নিয়ে গবেষণা চালিয়ে আসছিলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। সম্প্রতি সাইডিং স্প্রিং মানমন্দিরের শক্তিশালী টেলিস্কোপ দিয়ে তারাটিকে খুঁজে পান তারা।

দলটির প্রধান ড. স্টিফেন কেলার বলেন, ‘দারুণ খুশিতে আমি চমকে গিয়েছিলাম। এটা খড়ের গাদায় সুচ খোঁজবার মতো অবস্থা।’

যে টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা ওই তারা অনুসন্ধান করেছেন সেটির নাম ‘স্কাই ম্যাপার’। টেলিস্কোপটির কেন্দ্রে আছে ২৬৮ মেগা পিক্সেলের একটি ক্যামেরা, যা প্রতি মিনিটে আকাশের একটি বিশেষ অংশের ছবি তোলে।

কেলার বলেন, ‘তারার রং দেখেই আমরা বলে দিতে পারি  কোন তারাটি অনেক পুরনো হতে পারে। আমরা অনুমান করতে পারি, ওই তারায় কী পরিমাণ লৌহ আছে। একটি তারায় যতো বেশি লৌহ থাকবে, তারাটি ততই নবীন।’

তিনি বলেন, ‘যে তারাটির কথা আমরা ঘোষণা করেছি, তাতে লৌহের পরিমাণ গড় তারাদের তুলনায় ৬০ গুণ কম।’

এই তারাটিকে একটি ‘টাইম ক্যাপসুলে’র সঙ্গে তুলনা করেন কেলার। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই আবিষ্কারের ফলে প্রথম দিকের তারা হিসেবে ধারণা করা হতো, এমন অনেক তারা ওই তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। এই তারার ভর আমাদের সৌরজগতের সূর্যের চেয়ে অন্তত ৬০ গুণ বেশি। মহাকাশের প্রাচীন যুগে একটা বড় তারা হিসেবে এটা বেড়ে উঠেছিল এবং একটা সুপার নোভার বিস্ফোরণে এটা মরে গিয়েছিল।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ