বিস্ফোরক মামলায় মুফতি ইজহারের বিরুদ্ধে চার্জশিট

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  নগরীর বহুল আলোচিত লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় হেফাজতে ইসলামের সিনিয়র নায়েরে আমির মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুন ইজহারসহ ৯ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

সোমবার সকালে বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা খুলশী থানার এস আই লোকমান হোসেন চট্টগ্রাম মহানগর আদালতের জিআরও শাখায় চার্জশিট দাখিল করেন। এতে ৪৬ জনকে সাক্ষী করা হয়েছে।

গত বছর ৭ই অক্টোবর মুফতি ইজহার পরিচালিত ওই মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় তিনটি মামলা হয়েছিল। এর মধ্যে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পুলিশের দাবি বোমা বানাতে গিয়ে মাদ্রাসার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাজা গ্রেনেডসহ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করে ল্যাপটপের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ