চিফ হুইপের এমপি পদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  ঋণ খেলাফি হয়েও কোন আইনের বলে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য (এমপি) পদে বহাল রয়েছেন তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

পটুয়ালখালীর বাউফলের মেয়রের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকের্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত  বেঞ্চ এ রুল জারি করেন।

আ স ম ফিরোজ, নির্বাচন কমিশন সচিব, জাতীয় সংসদের সচিব, আইন সচিব, পটুয়াখালী জেলার রিটার্নিং অফিসার ও রাষ্ট্রয়াত্ত্ব বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংককে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, এবিএম সিদ্দিকুর রহমান।

শুনানিতে আইনজীবীরা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা ১২(১)(ম) তে বলা আছে, মনোনয়নপত্র জমা দেয়ার ৭ দিন আগে ব্যক্তির সকল ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু আ স ম ফিরোজ তার ঋণ পরিশোধ করেননি।

পটুয়াখালী বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হকের পক্ষে  অ্যাডভোকেট এম মইনুল ইসলাম এ রিট করেন।

আবেদনে বলা হয়, পটুয়াখালী জুট মিলসের পরিচালক ছিলেন আ স ম ফিরোজ। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। বর্তমানে তার কাছে প্রায় ২৭ কোটি টাকা পাওনা আছে। এছাড়া ঋণ খেলাফি থাকা অবস্থায় তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যা আইন বহির্ভূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ