শীর্ষ স্থান আঁকড়ে সাকিব

imasakibges

ফের ওয়ানডে ক্রিকেটের একনম্বর অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজকে সরিয়ে ফের শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব।

রবিবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৪২২। সাকিবের কাছে প্রথম স্থান হারানো হাফিজের পয়েন্ট ৪০০।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩-২ ব্যবধানে জয় পাওয়া সিরিজ ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব। ইনজুরির কারণে দলের সঙ্গী হতে পারেননি চলতি শ্রীলঙ্কা সফরেও। ডান পায়ের পেশিতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।
সাকিব পরপর দুটি সিরিজে না খেলতে পেরেও শীর্ষস্থান ফিরে পেয়েছেন আসলে হাফিজের ব্যর্থতার কারণে। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খুবই খারাপ করেছেন হাফিজ। পাঁচ ম্যাচের সিরিজে ২৩.৬ গড়ে ১১৮ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন মাত্র চারটি।

চলতি বছরের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বিপক্ষে ভালো খেলে সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছিলেন হাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ