রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে পাঁচজন

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ি,নিউমার্কেট,পল্টন ও বাড্ডা এলাকা থেকে এক নারীসহ পাঁচজন অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন। তারা হলেন- অথৈ (২৫), মাহবুব (৩৫), রুবেল (২৬), অন্যদের পরিচয় জানা যায়নি। তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সোমবার সকালে অথৈ নামে এক তরুণী অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন। যাত্রাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কায়েস জানান, যাত্রাবাড়ির চৌরাস্তা ট্রাফিক বক্সের সামনে থেকে সোমবার সকাল আটটায় অচেতন অবস্থায় অথৈ নামে এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন । হাসপাতালে জ্ঞান ফেরার পর অথৈ জানান, নিতি লক্ষীপুর থেকে চাকুরির সন্ধ্যানে বাসযোগে ঢাকায় এসেছিলেন। বাসে কে বা কারা তাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। তার স্বামীর নাম ফাহিম, বাড়ি

লক্ষ্মীপুর সদরে। তিনি বর্তমানে তিনি ৫০১ নম্বর মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, রবিবার রাত দেড়টায় নিউমার্কেট এলাকায় রাস্তার ওপর থেকে মাহবুব  ও রুবেল  নামে দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন । তারা বর্তমানে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

এদিকে রাজধানীর বাড্ডা এলাকায় থেকে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন জানান, রোববার গভীর রাতে মেরুল বাড্ডা এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করি।

অন্যদিকে রাজধানীর পল্টন এলাকা থেকে রোববার  রাতে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পল্টন মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, স্টেডিয়াম এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেতিনি ঢামেকের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ